অবৈধ উপকরণ দিয়ে মাছ ধরার বিরুদ্ধে অভিযান

মতলব উত্তর ব্যুরো :

মতলব উত্তর উপজেলার মেঘনা ও ধনাগোদা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ জাগ, কারেন্ট জাল, চায়না চাই ও জাটকা নিধনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেন।

১৮ জানুয়ারি বুধবার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। উপজেলা মৎস্য অফিস, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌ-পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে ২০টির মতো অবৈধ জাগ অপসারণ করা হয়। এ সময় প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫টি চায়না চাই বিনষ্ট করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম।

Loading

শেয়ার করুন: