
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, চাঁদপুর জেলা শাখা’র বাৎসরিক কর্মসূচির অংশহিসেবে আজ ৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নবান্ন উৎসব (১৪২৯ বঙ্গাব্দ) অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি কামরুল হাসান। অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য পরিবেশনের পাশাপাশি শীতকালীন পিঠা আপ্যায়নেরও ব্যবস্থা রয়েছে।
নবান্ন ও পীঠা উৎসবে সকল পর্যায়ের সাংস্কৃতিক অনুরাগী, শিল্পী-সাহিত্যিকদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।