এতিম ও দুস্থরা পেল পাঙাশের পোনা

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের অভিযানে যৌথ অভিযানে ১২০০ কেজি পাঙ্গাশের পোনা ও চাই জব্দ করা হয়েছে । শনিবার (০৬ মে ২০২৩) বেলা ১১টায় কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, আজ সকাল ১০ টায় চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার ও লালপুর এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ০১ টি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ ১২০০ কেজি পাঙ্গাশের পোনা ও ০৩ টি পাঙ্গাশ পোনা নিধনের চাই জব্দ করা হয়। কোস্ট গার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাঙ্গাশ পোনার সাথে জড়িত ব্যক্তিরা নদীর পাড়ে বোট রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তারদের উপস্থিতিতে জব্দকৃত পাঙ্গাশের পোনা স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চাইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন,চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম প্রমুখ।

Loading

শেয়ার করুন: