
মাসুদ রান॥
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে কুমিল্লা বোর্ডের মধ্যে চাঁদপুর এগিয়ে রয়েছে। এবং চাঁদপুর জেলার মধ্যে পাশের হার ৯৪.৯০% ।
চাঁদপুর জেলা সদরে পাশের হার হাসান আলী গভর্নমেন্ট হাই স্কুলের ৯৯.৫৫%, আল-আমীন একাডেমি স্কুল এন্ড কলেজ ৯৯.৩৫% এবং মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৯৯.২৫%। গতকাল ২৮ নভেম্বর সোমবার দুপুর ১২ টায় শিক্ষাবোর্ডের ওয়েব সাইডে এই ফল প্রকাশ হয়।
চাঁদপুর হাসান আলী গভর্নমেন্ট হাই স্কুলের মোট পরীক্ষার্থী ছিল ২২৪ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করে ২২৩ জন, একজন অকৃতকার্যর মধ্যে এই শিক্ষার্থী পরীক্ষা দেয়নাই। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৬৯ জন, এ পেয়েছে ৫৩ জন, বি পেয়েছে একজন শিক্ষার্থী।
আল-আমীন একাডেমি স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ছিলো ৬১৬ জন। কৃতকার্য হয়েছে ৬১২ জন। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৪৯ জন, এ পেয়েছে ২৬৪ জন, এ- পেয়েছে ৫৮ জন, বি পেয়েছে ২৮ জন, সি পেয়েছে ১৩ জন, অকৃতকার্য ৪ জন শিক্ষার্থী।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিলো ২৬৮ জন, অংশগ্রহণ করেছে ২৬৭ জন। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৫৪ জন, এ পেয়েছে ৯১ জন, এ- পেয়েছে ১৬ জন, বি পেয়েছে ৩ জন, সি পেয়েছে ১ জন এবং অকৃতকার্য হয়েছে ৩ জন শিক্ষার্থী।
আল-আমীন স্কুল এন্ড কলেজের ২২ সালের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাহাদ রহমান জামির বলেন, আমার এই গোল্ডেন এ প্লাস পাওয়ার পিছনে সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পাশাপাশি আমার মা, বাবা, হোম টিচার, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং আমার সহপাঠীদের ধন্যবাদ জানাচ্ছি কারণ তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতা ছিলো। এই পরীক্ষা হলো স্কুল জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিক্ষা। ভালো রেজাল্ট করার জন্য আমি খুব আনন্দিত। আমি এ খুশি কিভাবে প্রকাশ করবো বুঝাতে পারছিনা। আমার মনে হচ্ছে এই রেজাল্টে জীবন যুদ্ধে একধাপ এগিয়ে গেলাম। আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই, সবার কাছে আমার উজ্জ্বল ভবিষ্যতের দোয়া চাই।
হাসান আলী গভর্নমেন্ট হাই স্কুলের অধ্যক্ষ কামরুজ্জামান বলেন, চাঁদপুর সদর উপজেলায় আমাদের স্কুল খুবই ভালো রেজাল্ট করেছে। স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের সমন্বয়ে এই রকম ভালো আশানুরূপ রেজাল্ট সম্ভব হয়েছে। আমি সকলকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি।
স্কুলের অধ্যক্ষ সাইফুল ইসলাম সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ২০২২ সালে আল-আমীন স্কুল এন্ড কলেজে যে রেজাল্ট হয়েছে এটি সর্বোচ্চ রেজাল্ট। আমি গভর্নিং বডির সন্মানিত সভাপতি সহ সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই, কারন ওনাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং দিকনির্দেশনা, আমাদের শিক্ষক শিক্ষিকাদের কঠোর প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতা তথা সকলে মিলে সহযোগিতা করায় আমাদের ভালো রেজাল্ট হয়েছে। আমি আশা করি ভবিষ্যতেও আমাদের ছাত্র ছাত্রীরা আরও ভালো রেজাল্ট করবে। তাদের শুভকামনা রইল।