
কচুয়া প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ার নন্দনপুর গ্রামে সাজেদা আক্তার সাজু (২২) নামের এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত যুবতী সাজেদা আক্তার সাজু ওই গ্রামের মৃত দুলাল হোসেনের মেয়ে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ যুবতীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের ভাই মোশাররফ হোসেন জানান, বেশ কয়েক বছর ধরে তার বোন সাজেদা আক্তার সাজু মানসিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন স্থানে চিকিৎসা করেও তার মানসিক সমস্যা দুর হয়নি। রবিবার ভোর বেলা ঘর বের হয়ে সকলের অজান্তে পাশর্^বর্তী লোকমান হোসেনের পরিত্যাক্ত নির্জন ঘরের লড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে কচুয়া থানা পুলিশকে খবর দেয়।