
নিজস্ব প্রতিবেদক:
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে আইজিপি’র পক্ষ থেকে চাঁদপুরে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর পবিত্র ঈদুল ফিতর-২০২৩ উপলক্ষে ২০২২ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যগণের ১১১টি পরিবারবর্গকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ খাদ্য উপকরণ ও উপহার সামগ্রী সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের মাধ্যমে প্রদান করেছেন।
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী চাঁদপুর জেলার পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিকট শুভেচ্ছা উপহার সামগ্রী হস্তান্তর করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পলাশ কান্তি নাথ উপস্থিত ছিলেন।