চাঁদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

মাসুদ রানা ॥

চাঁদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে ।এই দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার ।

৮ সেপ্টেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ।

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে সহকারি কমিশনার রেশমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক সিদ্দিকী, জেলা শিক্ষা অফিসারের (প্রতিনিধি) সহকারি পরিদর্শক আজিজুল হক, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ লতিফ মিয়াজি, জেলা সাহিত্য একাডেমির সদস্য সচিব শাহাদাৎ হোসেন শান্ত প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ষোলঘর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুল। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

শেয়ার করুন: