
স্টাফ রিপোর্টার ॥
‘পদযাত্রা’র নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা, সদর উপজেলা ও পৌর যুবলীগ।
সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।
তিনি তার বক্তব্যে বলেন, যুবলীগ মাঠে আছে এবং আগামীতেও থাকবে। আমরা শক্তিশালী হলে ডা. দীপু মনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী হবে। তাই সকলকে তাদের অবস্থান থেকে শক্তিশালী হতে হবে। বিএনপি ক্ষমতা আসা দুস্বপ্ন। তাদের নেতৃত্ব নেই। খালেদা জিয়া সাজা প্রাপ্ত হয়র জেলে। তারেক জিয়া ১৩ হাজার মাইল দূরে। বিএনপি ও জামাত নিলর্জ। ২০০১-৬ পর্যন্ত তাদের তান্ডবে সারা দেশে মানুষ ঘরে থাকতে পারেনি। আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। আমরা কেউ কারো সমালোচনা না করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডা. দীপু মনির উন্নয়নের চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে। নিজের জন্যেও হলেও ভোটে আমাদের জিততে হবে। যেখানে বিএনপি- জামাত নৈরাজ্য সৃষ্টি করবে আমরা সম্মিলিত ভাবে প্রতিহত করবো।
চাঁদপুর জেলা ও সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সিমুল হাসান শামনুর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, পৌর যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর আব্দুল মালেক শেখ প্রমুখ।
এসময় জেলা যুবলীগের সদস্য মুকবুল হোসেন মিয়াজীসহ জেলা, সদর উপজেলা যুবলীগের সকল নেতৃবৃন্দ ও সদর উপজেলা ১৪টি ইউনিয়ন, পৌরসভা ১৫টি ওয়ার্ড যুবলীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ ভিবিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থান এসে শেষ করে।