
নিজস্ব সংবাদদাতা:
এসএসসি ব্যাচ ‘৮৬ বাংলাদেশ চাঁদপুরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় বন্ধুদের উদ্যোগে হজ্ব গমনেচ্ছু বন্ধুদের সম্মানার্থে মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে বাবুরহাট মতলব রোডের দেলোয়ার হোসেন মাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় চাঁদপুর জেলা ৮৬ বন্ধুগণ যাতে নিরাপদে হজ্ব শেষে দেশে ফিরে আসতে পারে তার জন্য সকল বন্ধুর কাছে দেয়া চেয়েছেন । অনুষ্ঠানে ৮৬ বন্ধু চাঁদপুর জেলার সভাপতি গোফরান হোসেন,সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী , এড,শাহাদাত,মন্জুর, আক্তার,শাহীন ফরাজী,মজিব ফরহাদ,আক্কাস মাষ্টার, মনির হোসেনসহ জেলা শাখার ৮৬ বন্ধুগণ উপস্থিত ছিলেন।
বন্ধু মোস্তফা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মনির হোসেন গাজী।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদ ( বড়) মসজিদের খতিব মাওলানা মুফতি ফারুক আহমেদ।
অনুষ্ঠানে চেয়ারম্যান বন্ধু হযরত আলী বেপারী উপস্হিত সকল বন্ধুকে জায়নামাজ, তসবিহ, আতরসহ বিভিন্ন উপহার দেন।
বন্ধু মোস্তফা তালুকদার হজ্বে গমনেচ্ছু ৫ বন্ধু ও তাদের সহধর্মিণীকে শাড়ী পাঞ্জাবিসহ নানান উপহার তুলেদেন।
বাবুরহাট উচ্চ বিদ্যলয়ের ৮৬ বন্ধু মোস্তফা তালুকদার, মফিজ সরকার, জহিরুল হক জিন্টু মাল, তোফায়েল খান, মনির হোসেন গাজী, মুরাদ হোসেন পাটওয়ারী, ডাঃ নিমাই, মোঃ ওচমান খানের উদ্যোগে এ মিলাদ, দোয়া ও আলাচনা সভার আয়োজন করা হয়।