চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে নৌকা পেলেন ইউসুফ গাজী

মেঘনা বার্তা ডেস্ক ॥

সকল জল্পনা -কল্পনার অবসান ঘটিযে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা পেলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: ইউসুফ গাজী। ১০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বক্ষরিত একপত্রে এ তথ্য জানা যায়।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা মোঃ ইউছুফ গাজীর রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। তিনি ১৯৭৪ সালে চাঁদপুর সরকারি কলেজ হতে বিএ পাশ করার আগে থেকেই তৎকালীন মহকুমা ছাত্রলীগের সদস্য ছিলেন। যেখানে তিনি ১৯৬৯ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৪ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত একটানা তিনি চাঁদপুর জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন চাঁদপুর-৪ নির্বাচনী এলাকা হতে ‘নৌকা’ প্রতীক নিয়ে নির্বাচন করেন। বর্তমানে তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছে যাচ্ছেন।

মোঃ ইউছুফ গাজী শুধু রাজনৈতিক নেতাই নন। তিনি একাধিকবার জনপ্রতিনিধিও নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত তিনি চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি একাধিক সেবামূলক প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। আওয়ামী লীগের এই জনপ্রিয় নেতা মোঃ ইউছুফ গাজী ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত আঃ মালেক গাজী এবং মাতা মৃত মিসেস বদরুন্নেছাও সমাজে গুণিজন হিসেবে পরিচিত।

মো. ইউসুফ গাজী বলেন,আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছেন। কৃতজ্ঞতা জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক , চাঁদপুর ৩ আসনের এমপি মাননীয় শিক্ষামন্ত্রীসহ চাঁদপুরের সকল সংসদ সদস্যের প্রতি।

তিনি বলেন, আমি আওয়ামী লীগকে ভালোবেসে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত কর্মী হিসেবে মাঠে কাজ করছি। দলের নিবেদিত কর্মী হিসেবে আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে জেলা পরিষদে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। আমার এই বয়সে এসে দল থেকে মূল্যায়িত হতে গিয়ে অনেকেই আমাকে বিব্রতকর অবস্থায় ফেলছেন। তবুও আমি নেত্রীর প্রশ্নে এবং তাঁর সিদ্ধান্তে আস্থাশীল ছিলাম, আছি এবং থাকবো।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর চাঁদপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্টিত হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, “এবার নির্বাচন হবে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুসারে। সংশোধিত এ আইন অনুযায়ী, এবার জেলা পরিষদে নির্বাচিত হবেন ১২ জন; এর মধ্যে একজন চেয়ারম্যান, আটজন সাধারণ সদস্য এবং তিনজন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন। তিনি জানান, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার ২৭৩ জন।

শেয়ার করুন: