
নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুর পৌরসভায় চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে ভুয়া নিয়োগে ফচাকুরি দেয়ার কথা বলে টাকা আদায় করায় কাজী শামীম হাবিব ও সাইফুল ইসলাম নামের দুই প্রতারককে আটক করেছে পুলিশ।
প্রতারক কাজী শামিম হাবিব চট্টগ্রাম জেলার পিসি রোড নিমতলার কাজী হানিফের ছেলে ও সাইফুল ইসলাম চট্টগ্রামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাড়ি ঢাকায়।
প্রতারনার শিকার হওয়া মোঃ মাঈনুদ্দিন ফরিদগঞ্জ উপজেলার গোয়ালভাড় ইউনিয়নের দঃ হাঁসা গ্রামের আঃ রাজ্জাকের ছেলে। সে পেশায় একজন গাড়ীচালক।
মোঃ মাঈনুদ্দিন জানান, ১৭ নভেম্বর চাঁদপুর পৌরসভার অফিস সহকারি পদে নিয়োগ দেয়া হবে এই মর্মে কাজী শামীম এর সাথে চাকুরী পেয়ে দেয়ার সুবাধে আড়াই লক্ষ চুক্তি হয়। চুক্তি ভিত্তিতে বুধবার সকালে শহরের গাজী বোডিং এর ১০১নং কক্ষে প্রতারক কাজী শামীমকে ২৫ হাজার টাকা দেয়া হয়। বুধবার রাতে পুনরায় প্রতারক কাজী শামীম ও সাইফুলকে ২৫ হাজার টাকা দিতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ প্রতারক চক্র কাজী শামীম ও সাইফুলকে আটক করে থানায় নিয়ে যায়ে। তবে বাকী ২ লক্ষ টাকা চাকুরী পাওয়ার পর দিবে বলে মাঈনুদ্দিনের সাথে প্রতারক চক্রের চুক্তি হয়।
চাঁদপুর পৌরসভার সাবেক সচিব, বর্তমান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূঁইয়া জানান, চাঁদপুর পৌরসভায় বর্তমানে সচিব নামে কোন পদ নেই। এছাড়া পৌরসভায় কোন নিয়োগ হবে তা পৌর কর্মকর্তা হিসেবে আমার জানা নেই। বিষয়টি তারা সম্পূর্ণ প্রতারণা করেছে।
তিনি আরো জানান, তাদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তদন্ত করা জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান,রাতে আমরা অভিযুক্তদের আটক করা হয়। প্রতারনার শিকার হওয়া মোঃ মাঈনুদ্দিন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করবেন । বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়। তবে প্রস্তুতি চলছে।