চাঁদপুর শহরের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরের বাস্ট্যান্ড পিক এন্ড পে ও জান্নাত হোমিও হল নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ ডিসেম্বর) অভিযান পরিচালনা করে চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি জানান, পিক এন্ড পে (শপিং সেন্টার),ফয়সাল মার্কেট, বাস স্ট্যান্ড, সদর, চাঁদপুর ফেয়ার এন্ড লাভলী তে কোম্পানির দেয়া গায়ের মূল্য ১৩৫ টাকা অথচ এই দোকানে নতুন স্টীকারে ১৪৫ টাকার ট্যাগ দেয়া,যা রীতিমত ভোক্তার সাথে স্পষ্ট প্রতারণা।

মেয়াদোত্তীর্ণ পেইন কিলার স্প্রে পাওয়া যায় এবং প্রোডাক্ট এর গায়ে এমআরপি সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য নাই এমন সব পণ্য অধিক দামের প্রাইস ট্যাগ লাগিয়ে বিক্রি।

উপরোক্ত অপরাধের কারনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক পিক এন্ড পে কে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়াও ফয়সাল মার্কেটে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় জান্নাত হোমিও হলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বমোট দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার রক্ষায় এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন: