
মাসুদ রানা।।
চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আজকের নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন এ দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সময় অনেক মূল্যবান।যারা বিদেশ যাবেন বা আছেন তারা বুজতে পারবেন।
জেলা প্রশাসক বলেন, আপনারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে সেটা দেশের জন্যে লাভ হয় না। এতে করে নিজের সাময়িক উপকার করতে গিয়ে দেশের ক্ষতি হয়ে যায়। কাজ করতে গেলে ভালো মানুষ পাবেন, তাদেরকে বন্ধু বানাবেন। আর খারাপ লোকদের থেকে দূরে থাকবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত, আইএমটি এর অধ্যক্ষ ড. প্রকৌশলী মো. সাকাওয়াত আলী প্রমূখ।
চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার সঞ্চালণায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) সফিকুর রহমান