চাঁমেক শিক্ষার্থীদের ব্যাগ উপহার দিলেন সিআইপি জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর মেডিকেল কলেজের সকল শিক্ষার্থীকে ব্যাগ উপহার দিয়েছেন চাঁদপুর তথা হাজীগঞ্জের কৃতী সন্তান জয়নাল আবেদীন মজুমদার সিআইপি। যিনি রপ্তানিতে ৭ বার ট্রফি অর্জনের অনন্য রেকর্ড অর্জন করেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির চাঁদপুরস্থ বাসভবনে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ব্যাগ বিতরণ করা হয়।

শিক্ষামন্ত্রী নিজে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই ব্যাগ তুলে দেন। এ সময় মন্ত্রী জয়নাল আবেদীন মজুমদারের এসব জনহিতকর, কল্যাণকর এবং সামাজিক ও সেবামূলক কাজের প্রশংসা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, উনি আমার নির্বাচনী এলাকার না হয়েও যে প্রশংসণীয় কাজটি তিনি আজ করলেন, তার জন্যে আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। চাঁদপুর, হাজীগঞ্জসহ বিভিন্ন জায়গায় তিনি এভাবেই অনেক ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকেন। তিনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগীও। আমরা সকলে তাঁর জন্য দোয়া করবো।

চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জয়নাল আবেদীন মজুমদার (সিআরপি)’র দেয়া ব্যাগ তুলে দিচ্ছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

শেয়ার করুন: