দুর্ঘটনা থেকে অল্পের জন্যে রক্ষা পেলেন সেলিম খান

স্টাফ রিপোর্টার ॥

প্রবাদ আছে রাখে আল্লাহ্, মারে কে। স্বয়ং আল্লাহ্তায়ালার অশেষ কৃপায় এবং মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় বড় ধরনের সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খান।

ঘটনাটি ঘটেছে ১২ এপ্রিল বুধবার সন্ধ্যায়। ওই সময় তিনি তার নিজ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে একটি সালিসিতে অংশগ্রহণের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে তার নিজ বাসভবন থেকে রওয়ানা হয়েছিলেন। ৫নং ওয়ার্ডে যাওয়ার সময় হঠাৎ বেপরোয়া গতিতে একটি অটোরিকশা মোটরসাইকেলের মুখোমুখি হয়ে পড়ে। ওই সময় ইউপি চেয়ারম্যান সেলিম খানকে বহনকারী মোটরসাইকেলের চালক ইউনিয়ন ছাত্রলীগ নেতা শামীম মাঝির বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায়। তবে মোটরসাইকেল আরোহী মোঃ সেলিম খান সামান্য আঘাত পেলেও মোটরসাইকেলের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোঃ সেলিম খানকে বহনকারী মোটরসাইকেল আরোহী’র বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায়। তবে ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খান প্রতিশোধ নেয়ার বদৌলতে অটোরিকশা চালককে মাথায় হাত বুলিয়ে ভালো করে এবং দেখে-শুনে চালানোর জন্য বলে ছেড়ে দেয়।

দুর্ঘটনার পরপরই বিষয়টি জানতে পেরে মোঃ সেলিম খানকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, আল্লাহ্র অশেষ মেহেরবানী এবং তাঁর কৃপায় ও মুরুব্বিদের দোয়ায় তিনি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। নয়তো, যে অবস্থায় অটোরিকশাটি এসে সামনে পড়েছিলো, তাতে বড় ধরনের দুর্ঘটনাই ঘটতো। কিন্তু, আমাকে বহনকারী মোটরসাইকেল চালক শামীম মাঝির বুদ্ধিমত্তায় আমি রক্ষা পাই। এ জন্য তিনি মহান আল্লাহতায়ালার কাছে শুকরিয়া আদায় করেন। তিনি আরো জানান, যে অবস্থায় অটোরিকশাটি এসেছিলো, সে অবস্থায় হয়তো এখন আমাকে হাসপাতালে ভর্তি হতে হতো।

Loading

শেয়ার করুন: