
নিজস্ব সংবাদদাতা ॥
“দেশের উন্নয়ন মানুষের ভাগ্য পরিবর্তন,শেখ হাসিনার অবদান” এই স্লোগানে কচুয়ায় ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৫ মে শুক্রবার সকালে উপজেলার পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বারৈয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড.সেলিম মাহমুদ।
এ সময় তিনি বলেন,বিএনপি গত ১৪ বছর যাবত বিপুল অর্থ ব্যায় করে বিদেশে লভিষ্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য ও জাপান সফরের মধ্য দিয়ে তাদের সে ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিয়েছে। । বিশ্বব্যাংকের প্রধান বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেছেন। সুতরাং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সাথে কোন আপোষ নেই। তিনি আরো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে ১০০ শত বছরের জন্য পরিকল্পনা গ্রহন করেছেন। আমাদের দেশের মানুষের গড় আযু বেড়ে ৭৪ বছর ,শিক্ষার হার বেড়ে শতকরা ৭৫ ভাগ হয়েছে। বর্তমানে শতকরা ২০ ভাগ লোক দরিদ্র। সব কিছু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর মেধা ,প্রজ্ঞা ও সঠিক পরিকল্পনার কারনে। এককথায় বর্তমান সরকারে আমলে শিক্ষা,স্বাস্থ্য,বিদ্যুত. অবকাঠামো,তথ্য প্রযুক্তিখাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। বর্তমান সরকারের উন্নয়ন অতীতের সকল রেকর্ড ভেঙ্গে স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের দিয়েছে স্বাধীনতা তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি । তাই আসুন আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাই এক হয়ে কাজ করি।
পাথৈর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আক্কাছ মোল্লার সভাপতিত্বে উঠান বেঠকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাওয়ারী,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,ইউপি চেয়ারম্যান মনির হোসেন,হাবিব মজুমদার,এম আখতার হোসাইন,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ডা.মাসুদুর রহমান,ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার প্রমূখ।
একই দিন বিকেলে ড.সেলিম মাহমুদ বাংলাদেশ শিক্ষক সমিতি কচুয়া শাখার সাথে শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভায় মিলিত হয়।