নারী পুরুষের সমন্বয়ে এ দেশকে সোনার বাংলা গড়ে তুলতে হবে :শিক্ষামন্ত্রী

মাসুদ রানা ॥

চাঁদপুরে জাতীয় মহিলা সংস্থার তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের কর্মশালা ও প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা বিতরণ ৭ সেপ্টেম্বর রাতে চাঁদপুর শহরের নিশি বিল্ডিং রোডে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, নারী পুরুষের আলাদা কোন কাজ নেই, সব কাজই নারীরা করতে পারে আবার পুরুষেরাও করতে পারে। যেমন চিকিৎসক নারী আছে আবার পুরুষ আছে। প্রকৌশলি নারী হতে পারে পুরুষ হতে পারে। গাড়ি চালানো, বাস চালানো, প্লেন চালানো সেখানেও নারী পুরুষ হতে পারে। প্রয়োজন হলো ভালো প্রশিক্ষণ, প্রশিক্ষণ পেলে নারী পুরুষ যে কেউ যে কোন কাজ করতে পারে। আমরা চাই আমাদের মেয়েরা সাবলম্বী হবে, নিজের পায়ে দাড়াবে, মেয়েরা সারাক্ষণ রান্না করে কিন্তু যখনই অর্থ উপার্জনের কোন কাজ হয় তখনই ছেলেরা, আমরা চাই মেয়েরা এগিয়ে আসুক।

মন্ত্রী আরও বলেন,আমাদের সমাজে মেয়েদেরকে বোঝা বলে মনে করতো, মেয়েরা কখনোই বোঝা ছিলো না ভবিষ্যতেও বোঝা থাকবেনা। মেয়েরা একটা ক্ষেত্রে পিছিয়ে ,সেটা হলো ব্যাংক লোনের ক্ষেত্রে। নারী পুরুষের সমতা আনয়নের জন্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সংবিধানে দিয়ে গেছেন । এটাই এখন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছে। আমি মনে করি ,আউট সোর্সিং এটাও নরীদের জন্য খুব প্রয়োজন। আমি বিশ্বাস করি নারী পুরুষের সমন্বয়ে এ দেশ সত্যিকারে সোনার বাংলা গড়ে উঠবে।

জাতীয় মহিলা সংস্থা, চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপক মাসুদা নূর খানের সভাপতিত্বে পৌর কাউন্সিলর আয়েশা রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ,পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, মজিবুর রহমান ভূইয়া, উপ দপ্তর সম্পাদক এডঃ রনজিৎ রায় চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, এডঃ হেলাল হোসাইন, পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা ফাতেমা আক্তার, বঙ্গবন্ধু আবৃতি পরিষদ জেলা শাখার সভাপতি মুক্তা পীযুষ, জেলা মহিলা সংস্থার সদস্য জোহরা বেগম রুমা, শামিম আরা মুন্নি।

অনুষ্ঠান শেষে মন্ত্রী প্রশিক্ষনার্থীদের মধ্যে ২৮ লাখ টাকা বিতরণ এবং প্রশিক্ষনার্থীদের হাতের তৈরি পিঠা, নকশি কাঁথাসহ অন্যান্য স্টল পরিদর্শন করেন।

শেয়ার করুন: