
নিজস্ব প্রতিবেদক:
ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরমান্দারি গ্রামের ভূঁইয়া গাজী বাড়ির মৃত আবদুল কুদ্দুস এর ছোট ছেলে রুবেল হোসেন(২৮) এর গলায় ফাঁস দেওয়া জুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, মৃত আবদুল কুদ্দুস এর চার ছেলে এক মেয়ের মধ্যে রুবেল হোসেন সবার ছোট। জীবিকার তাগিদে রুবেল হোসেন ঢাকার একটি হোটেলে চাকরি করতেন। এলাকাবাসী রবিবার ভোরে ফজরের নামায শেষে করবস্থানের পাশে নারিকেল গাছে জুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় রুবেল হোসেন এর বড় ভাই হোহাম্মদ ইব্রাহীম (৪৫) স্থাণীয় ইউপি সদস্য আমির হোসেন কে জানেেল তিনি পুলিশে সংবাদ দেয়।
মোহাম্মদ ইব্রাহীম জানান, রুবেল হোসেন গত ৪ (চার) বছর যাবৎ বাড়িতে আসেন না, আমাদের সাথে কোন যোগাযোগ করেন না, গতকাল কখন বাড়ি আসলো তাও জানিনা। সকালে ভোরে মসজিদের পাশে করবস্তানের নারিকেল গাছে তার জুলন্ত লাশ দেখতে পাই।
ফরিদগঞ্জ থানার এ এস আই সেলিম হোসেন জানান, থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে, লাশ শুরুতহাল রিপোর্টের জন্য মর্গে প্রেরন করা হয়েছে ।