
কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ¦ মো. ইসহাক সিকদারের প্রচেষ্টায় ওই ইউনিয়নের জনসাধারনের জন্য বিতারা বাজার সংলগ্ন ব্রীজ সহ ৬টি ব্রীজ পুর্ন:নির্মাণ ও মাঝিগাছা গ্রামে মানব সম্পদ উন্নয়নে গ্রামীন পানি সরবরাহ স্যানিটেশন ও স্বাস্থ্য বিধি প্রকল্পের অনুমোদন হয়েছে। ইতিমধ্যে মাঝিগাছা গ্রামে নীর্মিতব্য উৎপাদক নলকূপ পানি পরিশোধনাগার পাম্প হাউজ ও ওভারহেড ট্যাংক নির্মাণের জন্য জনকল্যাণে মো. ফজলুর রহমান স্বেচ্ছায় ১০ শতাংশ জমি ৩০ বছরের জন্য দান করেন।
ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. ইসহাক সিকদার বলেন, ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছি। যতদিন বাচঁবো মানুষের কল্যাণে কাজ করে যাবো। ৬টি ব্রীজ পুর্ন:নির্মাণের মধ্যে হরিপুর, শিলাস্থান, নিন্দপুর রঙের বাজার, খলাগাঁও, উত্তর শিবপুর ব্রীজ। এর মধ্যে তিনটি ব্রীজ টেন্ডার প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে এবং অপর তিনটি ব্রীজ নির্মাণ টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে জনপ্রিয় চেয়ারম্যান মো. ইসহাক সিকদার বিতারা ব্রীজ পুর্ন:নির্মানে সার্বিক সহযোগিতা করায় এবং মাঝিগাছা গ্রামে পানি পরিশোধনাগার পাম্প হাউজ নির্মাণ প্রক্রিয়ায় উদ্যোগ নেয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নবাসী।