ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রশাসনকে কঠোর হতে হবে

নিজস্ব প্রতিবেদক:

মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) আয়োজনে ‘পলিথিন ও প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে করণীয় : প্রেক্ষিত চাঁদপুর’ শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর প্রেসক্লাব ভবনস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্টে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

এমএএফ-এর সভাপতি মোঃ মুনির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরু মিজি, এমএএফ-এর অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার। উপস্থিত ছিলেন এমএএফ-এর সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, এমএএফ-এর সহ-সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, অ্যাডঃ মুনিরা চৌধুরী, অ্যাডঃ শিরিন সুলতানা মুক্তা, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হিরু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফেরদৌস খান প্রমুখ।

বক্তারা পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার রোধ করতে ব্যবসায়ী ক্রেতা সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। আর আইন অনুযায়ী ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা এবং আইন বাস্তবায়নে প্রশাসনকে আরো কঠোর হতে আহ্বান জানানো হয়।

Loading

শেয়ার করুন: