
নিজস্ব প্রতিবেদক ॥
মতলব দক্ষিণ উপজেলার সংবাদ কর্মীদের কল্যাণে ও পারিবারিক বন্ধন সৃষ্টি করার লক্ষে গঠিত জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় স্থানীয় কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের মিলনায়তনে সভাটি হয়। ‘
জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠনটির পৃষ্ঠপোষক আফতাব চৌধুরী সুমন।
এতে আরও বক্তৃতা করেন সংগঠনের সহ-সভাপতি ফারুক আহমেদ বাদল, সদস্য গোলাম সারোয়ার সেলিম, আমির খসরু প্রধানীয়া রোকনুজ্জামান রোকন, শ্যামল চন্দ্র দাস, মাহফুজ মল্লিক ও আশরাফুল জাহান শাওলিন, প্রমুখ। সভায় সংগঠনের অভিষেক অনুষ্ঠানসহ অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।