
নিজস্ব প্রতিবেদক:
মতলব দক্ষিণ উপজেলায় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৩০ জুলাই রোববার বিকেলে স্থানীয় নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকায় ট্রাইবেকারে নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
দিনের অপর খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। খেলাটি পরিচালনা করেন ফুটবল খেলোয়াড় মো. স্বপন ।
খেলায় ধারাবিবরনী দেন ঘিলাতলী সপ্রাবির প্রধান শিক্ষক মামুন মিয়া ও নিলক্ষী সপ্রাবির প্রধান শিক্ষক নুরুন নাহার বকুল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুন নাহার, প্রকৌশলী ফারুক বিন জামান,সহকারী শিক্ষা অফিসার সেলিনা বেগম, মজিবুর রহমান। এসময়,শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা, সহকারী শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকী সুমন, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র দাস, ক্রীড়া সম্পাদক সমির ভট্টাচার্যসহ উপজেলার সকল সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন ।