
নিজস্ব প্রতিবেদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার কার্যালয় উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ছেংগারচর পৌরসভার এবং সকল ইউনিয়নের যৌথ উদ্যেগে ছেংগারচর দর্জি বাজার মহসিন প্লাজার ৩য় তলায় নতুন কার্যালয় উদ্বোধন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলার কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে মাওলানা আফজাল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি হাজী মোঃ আহাম্মদউল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল মাষ্টার, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ হাবিবুর রহমান, ছেংগারচর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি গাজী এমদাদুল হক মানিক, যুব আন্দোলনের সভাপতি মোঃ আকতার হোসেন, প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইত্তেহাদুল ওলামা মতলব উত্তর এর সভাপতি মুফতী মামুনুর রশীদ, মাওলানা আব্দুল বাতেন ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সকল পর্যায়ের নেত্রীবৃন্দ।