মতলব উত্তরে মামলার রায়ে ক্ষিপ্ত হয়ে বাদীর পরিবারের উপর হামলায়

মতলব উত্তর ব্যুরো:

‘হকসুফা’ মামলার রায়ে ক্ষিপ্ত হয়ে বাদী পক্ষের উপর হামলার ঘটনায় মতলব উত্তর থানায় মামলা করেছেন উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের দেলওয়ারা বেগম।

মামলার রায়ে ক্ষিপ্ত হয়ে ৭ ফেব্রুয়ারি বাদির ছেলে মিঠু হাসানের উপর অতর্কিত হামলা করে সানকিভাঙ্গা গ্রামের বারেক ছৈয়ালের ছেলে আলাউদ্দিন (৩২), কামাল উদ্দিন (৩৪), জাহিদ (২৫), বারেক ছৈয়াল (৬৫), জোহরা ইসলাম (২৮), পারুল বেগম, হেলাল উদ্দিন মিজি’সহ ৫-৬জন।

হকসুফা মামলা চলাকালিন ৬ ফেব্রুয়ারি দেলওয়ারা বেগমের স্বামী আবদুস সোবহানের পক্ষে রায়ের ডিগ্রি প্রদান করেন বিজ্ঞ বিচারক।

দেলওয়ারা বেগম জানান, আসামীগন রায়ে ক্ষুদ্ধ হয়ে বাদীপক্ষের প্রতি ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে ঘটনারস্থলে আমার বসত ঘরের সামনে উঠানে অন্যায় ও বেআইনিভাবে অনধিকার প্রবেশ করে সকল আসামীগণ মিঠু হাসানকে বেপরোয়াভাবে আক্রমন করে। কথা কাটাকাটির এক পর্যায়ে মিঠু হাসানকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে বারি মারিলে একটু কাত হলে উক্ত বারি মিঠু হাসানের পিঠে পড়ে মারাত্মক ফাটা জখম হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, এ ঘটনার পরিপেক্ষিতে মামলা নেয়া হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Loading

শেয়ার করুন: