মৈশাদী রেলস্টেশন বাজারে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মেঘনা বার্তা ডেস্ক ॥

পূর্ব নির্ধারিত উচ্ছেদ কর্মসূচির আওতায় চাঁদপুর-লাকসম রেলপথের মৈশাদী তালতলাবাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানসহ প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁদপুর শহরতলীর মৈশাদী রেল স্টেশন এলাকায় রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সময় টিনের তৈরী, পাকা ও সেমিপাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।এর মধ্যে বেশ কয়টি বড় মুদি দোকান সহ ব্যাবসা ছিল।

আগামী দুই মাস এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে রেলপথের চাঁদপুর জেলার অংশে অভিযান পরিচালনা করা হবে।

মৈশাদী অবৈধ দখলে থাকা বেশ কয়েকজন ব্যবসায়ী ও বাজার কমিটির সদস্য জসিম উদ্দিন বলেন, তারা বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উচ্ছেদ অভিযান হবে মর্মে রেলওয়ে বিভাগের মাইকিং করার পর জানতে পারেন। যে কারণে তারা আজ সকাল পর্যন্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল সরিয়ে নিতে পারেননি। তাদেরকে আরো আগে নোটিশ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন। দেশ স্বাধীন হওয়াপর রেলওয়ের সম্পত্তিতে এমন বড় ধরণের উচ্ছেদ অভিযান এই প্রথম হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।এদিন এজেন্ট ব্যাংকসহ টিনসেড ও সেমিপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, উচ্ছেদ অভিযান আমাদের পূর্বের কর্মসূচি। আগামী দুই মাস এই অভিযান চলবে।

চাঁদপুর রেল স্টেশনের বুকিং সহকারী সোয়াইব শিকদার জানান, এ অভিযান ধারাবাহিকতার অংশ হিসেবে হয়েছে।পর্যায়ক্রমে এ লাইনের অন্য স্টেশনগুলির রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।আমাদেরকে চিঠি দিয়ে অবহিত করা হয়েছে।

মৈশাদী রেলস্টেশনে বাজারে এভাবে উচ্ছেদ অভিযানের কারণে কয়েকশত পরিবার অসহায় হয়ে পড়েছে। বিশেসষ করে সাধারন দোকানদারা এখন পথে বসা ছাড়া কোনো বিকল্প নেই।

অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. শহীদুজ্জামান, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস, উর্ধ্বতন সহকারী প্রকৌশলী এসএসএই (পথ) লিয়াকত আলী মজুমদার, এসএসএই (কার্য) আতিকুর রহমান আখন্দ, রেলওয়ের বিদ্যুৎ প্রকৌশলী মো. হারুনুর রশিদ, কানুনগো লাকসাম মো. কাউছার হামিদ, সার্ভেয়ার আমিনুল ইসলাম,রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্যাহ বাহার,রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ মো. খোরশেদ আলমসহ চাঁদপুর মডেল থানার পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা।

শেয়ার করুন: