মোহনপুর ইউপির চেয়ারম্যান পদে একই পরিবারের ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার :

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীসহ ১২ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে উপ-নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও তার সমর্থকরা মনোনয়নপত্র দাখিল করেন।
মোহনপুর ইউপির চেয়ারম্যান পদে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসার আবু তাহের উপস্থিত ছিলেন।

প্রার্থীরা হলেন, হাবিবুর রহমান হাফিজ তপাদার, অ্যাড. সেলিম মিয়া, আবুল কাশেম, মো. শরীফ মাহমুদ সায়েম, আবু হানিফ অভি, কাজী মিজানুর রহমান, কাজী আবু জাফর, কাজী মতিন, ফয়সাল আহম্মেদ, বদিউল আলস, রেজাউল করিম, আব্দুল হাই প্রধান (নৌকা)।

নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, ঘোষিত তফশীল অনুযায়ী আজ (১৯ ফেব্রুয়ারি) মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ১৯ ফেব্রুয়ারী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ২০ ফেব্রুয়ারী মনোনয়নপত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার, ২৮ফেব্রুয়ারী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ। ১৬ মার্চ
ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৬২ জন ।
উপজেলা নির্বাচন অফিসার আবু তাহের জানান, উৎসবমুখর পরিবেশে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীসহ ১২ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ মার্চ।

নির্বাচনে মনোনয়নপত্র জমার দিন সবার চোখে পড়ে একই পরিবারের ৩জন স্বতন্ত্র মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন কাজী মিজানুর রহমান উনার ছেলে কাজী আবু জাফর, উনার ভাই কাজী মতিন।

উল্লেখ্য, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল গত বছর ১০ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে মারা গেলে উপ-নির্বাচনের কার্যক্রম শুরু হয়।

শেয়ার করুন: