যেখানে শিল্প সংস্কৃতি চর্চা হয়, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে : জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ৪ (চার) বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদপত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।গতকাল সন্ধ্যায় শিল্পকলা মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি কামরুল হাসান।

এ সময় তিনি বলেন,আজ যারা সনদপত্র গ্রহণ করবেন তারা খুব অল্প বয়সেই গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তাদের কে অভিনন্দন । আমাদের মেয়র সাহেব বলেছেন, পৌর অডিটরিয়াম শিল্পকলা হিসাবে ব্যবহারের জন্য। নিঃসন্দেহে এটি উত্তম প্রস্তাব । আমি পরিক্ষা নিরীক্ষা করে যদি এটা সম্ভব হয় তাহলে ভালো হবে বলে মনে করি। যেখানে শিল্প সংস্কৃতি চর্চা হয়, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি তত বেশি বজায় থাকে। শিল্প সাংস্কৃতি চর্চার যে একটি বীজ বপন করে সে এখান থেকে হারিয়ে গেলেও কোন না কোন সময় এটা কাজে লাগাতে পারে ।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন এম আর ইসলাম বাবু ।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, পৌর মেয়র এডঃ জিল্লুর রহমান জুয়েল ,স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আয়াজ মা’বুদ। ৪ বছর কোর্স সম্পাদন করা এরকম ১৩ বিভাগের মোট ৩১ টি পর্যায়ে সনদ বিতরণ করা হয়।

শেয়ার করুন: