শব্দ দুষণ মানব দেহে মারত্মক ক্ষতিকর প্রভাব ফেলে: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক ॥

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ‘শব্দ দুষণ মানব দেহে মারত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। শব্দ মানব দেহের কান দিয়ে প্রবেশ করে মস্তিস্কে প্রবেশ করে। ফলে মানুষ বিশেষ করে শিশুরা বধির হয়ে পড়ে। শব্দদূষণের ফলে মানুষের বহুমাত্রিক স্বাস্থ্য ঝুঁকিসমূহ হলো- মাথাব্যাথা, অনিদ্রা, কানে কম শোনা এবং আংশিক বা পুরোপুরি বধিরতা, মানসিক চাপ, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ, ক্ষুধামান্দ্য এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জন্ম হওয়া। জনস্বাস্থ্য ও সাধারণ মানুষের জীবনমানের ওপর শব্দের ক্ষতিকারক প্রভাবগুলো সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবে এবং সকলকে সচেতন হতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম (নাজিম) দেওয়ান।

সভাপতিত্ব করেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মুসা। সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন, চাঁদপুর সদর হাসপাতালে নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ আহসান উল্লাহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হান্নান। কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল খালেক।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,মসজিদের ইমাম, পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শব্দ দূষনের বিভিন্ন উৎস, প্রতিরোধের উপায়, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুসারে নিষিদ্ধ ও দন্ডনীয় অপরাধ বিষয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

পরে দিবসটি উপলক্ষ্যে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় একাধিক বাস থেকে ৬টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। তাছাড়া একাধিক বাস মালিকে জরিমানা হয়।

Loading

শেয়ার করুন: