
জ্যেষ্ঠ প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদের কুলখানি অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার বাদ আসর। কলাবাগান ক্রীড়াচক্র মাঠে (কলাবাগান বাস স্ট্যান্ডের বিপরীতে) এ কুলখানি অনুষ্ঠিত হবে। বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ট সহচর, ছাত্রলীগের প্রথম কাউন্সিল নির্বাচিত সাধারণ সম্পাদক মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিনী এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাতা অবসরপ্রাপ্ত শিক্ষিকা রহিমা ওয়াদুদ গত ৬ মে ঢাকার কলাবাগানে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যৃকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ৭ মে তাকে বনানী কবরস্থানে স্বামীর কবরে সমাহিত করা হয়।