
নিজস্ব প্রতিবেদক ॥
শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি আজ দুই দিনের সফরে চাঁদপুরে আসছেন । মন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
সফরসূচীর মধ্যে রয়েছে আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিতি । বিকেলে ৪টায় চাঁদপুর সদরে চাঁদপুর প্রেসক্লাবের পেছনে ‘ব্র্যাক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি’ উপলক্ষ্যে ‘ব্র্যাক অভিজ্ঞতামূলক শিক্ষা তরী’ এর উদ্বোধন করবেন ।
সন্ধ্যা ৬ টায় চাঁদপুর শহরের জে.এন. সেনগুপ্ত রোডে মন্ত্রীর বাসভবনে ইউনিয়ন আওয়ামীলীগ, চেয়ারম্যান ও সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করবেন । ৭টায় চাঁদপুর পৌরসভায় কাউন্সিলর -পৌর আওয়ামী লীগ ও ওয়ার্ড নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন ।
পরের দিন শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বয়ো:বৃদ্ধ প্রতিবন্ধী ও দু:স্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করবেন । পরে আশিকাটি এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন ।