শেখ কামাল একজন শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক ছিলেন : মহীউদ্দীন খান আলমগীর

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়ায় শেখ কামাল আন্ত:স্কুল মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরন করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনয়াতনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল একজন শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক ছিলেন। খেলাধুলার মাধ্যমে তরুন সমাজের মাঝে প্রতিযোগী মনোভাব গড়ে উঠে। আসুন সবাই শেখ কামালকে অনুসরণ করে নিজেদের মেধা বিকাশে জাতীয় ক্ষেত্রে অবদান রাখি।

উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শাহাজাহান শিশির, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,পৌর মেয়র মো.নাজমুল আলম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ¦ মো.জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার।

এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন, প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

কচুয়ায় খাজুরিয়া লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ:
কচুয়া উপজেলার ঐহিত্যবাহী খাজুরিয়া লক্ষ্মীপুর পীর সোবহানিয়া উচ্চ বিদ্যালয়ে নব-র্নিমিত একাডেমিক ভবনের উদ্বোধণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার মোড়ক উন্মেচনের মাধ্যমে একাডেমিক ভবনের উদ্বোধন শেষে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খানের সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ইমাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাজী শফিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতার হোসেন বিএসসি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন সবুজ প্রমূখ।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহ-আলম বিএসসি, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদলসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

কচুয়ায় আসবাবপত্র বিতরণ:

কচুয়া উপজেলার ঐহিত্যবাহী জগতপুর উচ্চ বিদ্যালয়ে ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসবাবপত্র বিতরণ করা হয়েছে। বুধবার জগতপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আসবাবপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জগতপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শাহজাহান শিশিরের সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জগতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদলসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা:

কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বুধবার বিআরডিবির আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনয়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিআরডিবি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাবের মিয়ার সভাপতিত্বে ও পরিচালক সনতোষ চন্দ্র সেনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শাহাজাহান শিশির,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,পৌর মেয়র মো.নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইঁয়া,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু সামীম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও সমিতির পরিচালক মো. আলমগীর তালুকদার, কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম,মেঘদাইর কৃষক সমবায় সমিতির ম্যানেজার আলী আশ্রাফ ।

এসময় চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, ইউপি চেয়ারম্যান মো.আব্দুস সালাম সওদাগর, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পরিচালক মোঃ ছালেহীন খলিল,মোঃ সাদেক মিয়া পাটওয়ারী, মোঃ শফিকুল ইসলাম, মোঃ সাইদুর রহমান মজুমদার, খোকন চন্দ্র মন্ডল,ইদ্রিস পাটওয়ারী, সাইফুর রহমান বাহাদুর,দেলোয়ার হোসেন, ইদ্রিস পাটওয়ারী,বিআরডিবির হিসাব রক্ষক সবুজ চন্দ্র রায়, পরিদর্শক ইব্রাহিম খলিল ও স্বপন চন্দ্র দাসসহ বিভিন্ন কৃষক সমবায় সমিতির সভাপতি, ম্যানেজারবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপিসহ অতিথিবৃন্দ।

শেয়ার করুন: