
নিজস্ব প্রতিবেদক ॥
চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২০ আগস্ট) সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক’র সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় তিনি চলমান বিভিন্ন উন্নয়নের উপর আলোকপাত করে বক্তব্য দেন।
সভায় জেলা প্রশাসন, সকল সরকারি দপ্তরের প্রধান,পৌর মেয়র, বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউএনওগণ ও উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শুরুতে বিগত সভার কার্যবিবরণী তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার।
পরে চাঁদপুর জেলার সকল সরকারি বেসরকারি কার্যালয়ের প্রধানগণ উপস্থিত থেকে স্ব স্ব প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন।
এসময় বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন মোহাম্মদ সাহাদাৎ হোসেন, আড়াইশো সজ্জার আড়াই’শ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহাবুবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের ডেপুটি কমান্ডার ইয়াকুব আলী মাস্টার, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, হাজিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, ফরিদগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী,ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী প্রমুখ।
সভায় স্ব স্ব সরকারি দপ্তর তাদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার কথা বলা হয়।
এছাড়াও জনদুর্ভোগ লাঘবে লোডশেডিং কমিয়ে সহনীয় পর্যায়ে রাখা, হাজিগঞ্জ বাজারের যানজট নিরসনে বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনা,চাঁদপুর জেলা ও সদরসহ বাকি উপজেলার মডেল মসজিদগুলোর উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা, বিটিসিএল এর অপ্রয়োজনীয় খুঁটি ও ক্যাবল বক্স অপসারণ, চাঁদপুর শহরের এসবি খালসহ পাঁচটি খাল পুণঃ উদ্ধার ও সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ড সড়ক ও জনপথ বিভাগকে উদ্যোগ নেওয়া, মাতৃপীঠ স্কুল সংলগ্ন ছায়াবানী মোড় যানজট নিরসনে ময়লা রাখার স্থানটি অন্যত্র স্থানান্তর, রাস্তা প্রশস্তকরণ জনস্বার্থে সেখানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানপাঠ,ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ছোট পরিসরে নিয়ে আসা, স্কুলে কোন শিশু যাতে ডেঙ্গুতে আক্রান্ত না হয় তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, নকল ও ভেজাল ঔষধ এবং এত দামে ওষুধ বিক্রি বন্ধে মনিটরিং জোরদার রাখা রাখা,ভাঙ্গা রাস্তাগুলোর সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং জনকল্যাণকর কাজগুলো দ্রুত সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, চাঁদপুর মাছঘাটে ইলিশের বেশ আমদানি বেড়েছে, কিছুটা সহনীয় পর্যায় রয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র জানান, চাঁদপুর জেলায় ২ লক্ষ ৯৫৩২ জন বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা পাচ্ছে। নতুন করে অনলাইনে আবেদন গ্রহণ করা হচ্ছে আগামী ১০ই সেপ্টেম্বর পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, মেঘনার পানি বিপদ সীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। ইব্রাহিমপুর ও বিষ্ণুপুর ইউনিয়ন এলাকার নদী ভাঙ্গন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির জিএম জানান,চাহিদার তুলনায় ২০ /২২ মেগাওয়াট বিদ্যুৎ কম পাওয়ায় লোডশেডিং এর মাত্রা কিছুটা বাড়লেও সহণীয় পর্যায়ে রাখার চেষ্টা করা হচ্ছে।
বিএডিসি কর্মকর্তা জানান, চাঁদপুরে সারের কোন সংকট নেই।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, বর্তমানে এই বিভাগের অধীনে চলমান ১৫ টি প্রকল্পের অধিকাংশই সমাপ্তির পথে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চাঁদপুর শহরের রঘুনাথপুর এলাকার নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি পানি উন্নয়ন বোর্ড প্রকৌশলী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।এছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ কাজের গুণগত মান ও অগ্রগতি বিষয়টি সভায় তুলে ধরেন এবং এই কাজটি যাতে সুন্দরভাবে হয় তার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন,জেলার ৬৭টি বিভাগের কার্যক্রম নিয়ে এখানে দীর্ঘক্ষণ আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে। আমাদের খেয়াল রাখতে হবে সামনে নির্বাচন। সরকারের উন্নয়ন কাজগুলো যাতে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা হয়। নতুন অর্থবছরে বিভিন্ন প্রকল্প বিভিন্ন প্রণোদনা এই কাজগুলো যেন যথাযথভাবে হয়। তিনি সরকারী অর্থের যথাযথ ব্যবহারের জন্য বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানদের আহ্বান জানান।