
নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরের হাইমচরে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার খেলার ২য় দিনে ফুটবলে খেলাকে কেন্দ্র করে বাজাপ্তী রমণী মোহন উচ্চ বিদ্যালয় বনাম আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার সংঘর্ষ ও মারামারি হয়।
বুধবার ৭ সেপ্টেম্বর দুপুরে ফুটবল খেলায় ট্রাইবেকারের সময় দুই গ্রুপের কথা কাটাকাটি হয়ে উভয়ের মাধ্যকার সংঘর্ষে শিক্ষক ও শিক্ষার্থীসহ কমপক্ষে আহত ৩ জন হয়েছে।
থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রিত আনে। এই ঘটনায় এখন পর্যন্ত মামলা করে নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে মির হোসেন বলেন, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় ও আলগী বাজার আলীম সিনিয়র মাদ্ররাসা এই দুই প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখানে ১জন শিক্ষক এবং ২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী জানান, আমরা ঘটনার স্থানে গিয়েছি পরিস্থিতি আনি। পরিস্থিতি এখন শান্ত । যেই দুই প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঐ দুই প্রতিষ্ঠানকে বাদ দিয়ে বাকি প্রতিষ্ঠান গুলোর খেলা চলমান থাকবে।
আহত শিক্ষক ও ছাত্র বর্তমানে হাইমচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।