হাজীগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটায় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের হাজীগঞ্জে লীজকৃত কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান মানিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এ জরিমানা আদায় করেন।

তাকে সহযোগিতা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিজ।

এসআই আব্দুল আজিজ জানান, উপজেলার বেলঘর এলাকায় সরকারি খাসখতিয়ানভূক্ত জমির লিজ গ্রহীতা আবুল কালাম ও দুলাল ওরফে জামাল জমির মাটি বিক্রয় করে দেয়। বিষয়টি উপজেলা সহকারি কমিশনার ভূমিকে জানানোর পর বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ভেকুটি জব্দ করে ও ভেকুর মালিককে ৫০ হাজার টাকা ও লীজ গ্রহীতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক বলেন, জানতে পেরেছি সরকারি ভূমি থেকে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। তারই প্রেক্ষিতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছি।

অভিযানের সময় ৮নম্বর হাটিল পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: