
হাজীগঞ্জ প্রতিবেদক ॥
হাজীগঞ্জে কাতার-কুয়েত (কিউসি) ১৩তলা টাওয়ারে আগুন লেগেছে গতকাল ।ওই আগুন নেভাতে হাজীগঞ্জ দমকল বাহিনীর স্পেশাল গাড়ীটি ব্যবহার করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত কিংবা বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগার খবর শুনে ১৩ তলা ভবনের বসবাসরত বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় হুড়াহুড়ি করে নামতে গিয়ে ভবনে বসবাসরত বাসিন্দাদের কয়েকজন আহত হয়।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, ভবনের লিফটের ৩ ও মূল ভবনের ৪তলার পূর্বপাশে লিফটের পাশে জমিয়ে রাখা পরিত্যাক্ত কাটুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তে আগুনের ধোঁয়া ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় ভবনে বসবাসরতদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধোঁয়া ৪তলা থেকে উপরের দিকে ১০তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
এ সময় ৫তলার বাসিন্দারা দক্ষিণ পূর্ব পাশের দরজা দিয়ে বের হয়ে নিচে লাফিয়ে পড়ার চেস্টা করে। তবে ফায়ার সার্ভিসের মই (চঙ্গা) দিয়ে তাদেরকে ৬তলায় তুলে নেয়া হয়। পরে নিচে নামিয়ে আনা হয়েছে।
৭ তলা থেকে উপরের লোকদেরকে ফায়ারসার্ভিসের কর্মীরা ছাদে নিয়ে যায় এবং এর নিচের লোকদের নিচে নামিয়ে আনা হয়।
ওই টাওয়ারে হাসপাতাল, ব্যাংকসহ অর্ধশতাধীক বাণিজ্যি প্রতিষ্ঠান ও অর্ধশতাধিক ফ্ল্যাট রয়েছে।