
আক্তার হোসেন ॥
মতলব পৌরসভার ৪নং ওয়ার্ডের ইউথ ক্লাবের উদ্যোগে কদমতলী জামে মসজিদ প্রাঙ্গনে একাধারে ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ১৮জন ছাত্রকে পুরস্কার প্রদান করা হয়। ১৭ ডিসেম্বর শনিবার বাদ আছর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউথ ক্লাবের সভাপতি ও লক্ষীপুরের রায়পুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবীবুর রহমানের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কদমতলী জামে মসজিদের সভাপতি মোল্লা মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, ক্লাবের উপদেষ্টা ইতালী প্রবাসী জিয়াউল হক স্বপন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন ফরহাদ, আপেল পাটোয়ারী, কদমতলী জামে মসজিদের ইমাম মাওলানা আনিছুর রহমান, আইসিডিডিআরবি সমিতির যুগ্ম সম্পাদক সামসুদ্দোহা দুলাল মোল্লা।
সার্বিক তত্ত্বাবধানে ক্লাবের সহ-সভাপতি ফরিদুল হুদা সুমন মোল্লা। বক্তব্য রাখেন যুবলীগ নেতা আবুল হাসনাত খোকা, বিশিষ্ট ব্যবসায়ী কমল মোল্লা, নূরে আলম দীপু, মেহেদী হাসান, শাহআলম মোল্লা, জাহিদ মোল্লা, মোশারফ মোল্লা, শরীফ উল্লাহ পাটোয়ারী, নিরব মোল্লা, সাজ্জাদ হোসেন সাবিদ, জেহাদ প্রমুখ।