চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ৩য় সভা

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ৩য় সভা ৮ জুন বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুনির চৌধুরী। গীতা পাঠ করেন কার্যনির্বাহী পরিষদের সদস্য লক্ষ্মণ চন্দ্র সূত্র ধর। এরপর সভাপতির স্বাগত বক্তব্যের পর বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

সভাপতি তার স্বাগত এবং সমাপনী বক্তব্যে প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনায় ক্লাবের সদস্যরা যে সহযোগিতা করে আসছেন তার জন্যে তাদেরকে ধন্যবাদ জানান। প্রেসক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক আল-ইমরান শোভনের সুচিকিৎসায় সাংবাদিকসহ প্রেসক্লাবের শুভাকাক্সক্ষী যাঁরা এগিয়ে এসেছেন, আর্থিক সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে তাঁর সুস্থতা কামনায় যাঁরা দোয়া করেছেন তাঁদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান সভাপতিসহ অন্য নেতৃবৃন্দ।

সভাপতি আরো জানান, আমাদের একজন সিনিয়র সহকর্মী এবং প্রেসক্লাবের সমঝোতা পরিষদের সাবেক সদস্য এসএম আনওয়ারুল করিম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মুম্বাইয়ে টাটা মেমোরিয়ালে চিকিৎসাধীন আছেন।

এছাড়া প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনিও ফুসফুসে সমস্যাসহ জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তাঁদের সুচিকিৎসায় আমরা তাঁদের পাশে দাঁড়াবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের সাংবাদিক ভাইদের পাশে থাকতে। আর অসুস্থদের জন্য প্রথম করণীয় হচ্ছে তাঁদের জন্যে দোয়া করা।

অন্য বক্তারা বলেন, অসুস্থ সাংবাদিকদের পাশে যেভাবে চাঁদপুর প্রেসক্লাব দাঁড়িয়েছে, তা দৃষ্টান্ত স্বরূপ। এমন নজির দেশের অন্য কোনো জেলার প্রেসক্লাব বা অন্য কোনো পেশাজীবী সংগঠনে খুব কমই আছে।

সভায় নেতৃবৃন্দ অন্যান্য আলোচ্যসূচির উপর বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, বিএম হান্নান, শরীফ চৌধুরী, ইকবাল হোসেন পাটোয়ারী, গিয়াসউদ্দিন মিলন, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সহ-সভাপতি সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্র ধর, রিয়াদ ফেরদৌস, সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, শওকত আলী, কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, সদস্য আবদুস সামাদ আজাদ ও মিজানুর রহমান লিটন।

Loading

শেয়ার করুন: