পড়াশোনার পাশাপাশি খেলায়ও মনযোগী হতে হবে : সিআইপি জয়নাল

হাজীগঞ্জ প্রতিবেদক:

হাজীগঞ্জে সিহিরচোঁ যুব সমাজের উদ্যােগে, আবেদীন গ্রুপের সৌজন্যে বঙ্গবন্ধু মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সি আই পি জয়নাল আবেদীন মজুমদার এসব কথা বলেন।

তিনি আরো বলেন- বঙ্গবন্ধুর সোনা বাংলা গড়ার লক্ষে আমাদের সন্তানদেরকে পড়াশোনা পাশাপাশি খেলাধুলার প্রতি মনযোগী করে তুলতে হবে। তাহলে সমাজ পরিবর্তন হবে। ছেলেরা মাদক থেকে দূরে থাকবে।

১ ফেব্রুয়ারি( বুধবার) বিকেলে সহিরচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় সুহিলপুর কো ক্রীয়া সংঘের সাথে গোলশূন্য থাকায় ট্রাইবেকারে বিনিময়ে জয়লাভ করে হাজীগঞ্জ ফ্রেন্ডস ক্লাব ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পলাশের সঞ্চালনায়

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাঈর সৈয়দ, অফিসার ইনচার্জ(তদন্ত) নজরুল ইসলাম, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের ডেপুটি ম্যানেজিং মারুফ আবেদীন সহ আরো অনেকে।

এসময় উপস্থিত ছিলেন এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের সহ- ব্যবস্থাপক আরিফুর রহমান চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি আহসান উল্লা, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস ৩নং কালচোঁ উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক হোসেন প্রদানিয়া, সাধারণ সম্পাদক কাউছার তালুকদার প্রমুখ।

খেলার আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Loading

শেয়ার করুন: