অচিরেই চাঁদপুর-লাকসাম রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক (পূর্ব) মো.জাহাঙ্গীর হোসেন বলেন, ‘চাঁদপুর-লাকসাম রেলওয়ের যেখানে অবৈধ স্থাপনা রয়েছে,তার তালিকা আমাদের কাছে আছে। অচিরেই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলের স্থাপনা নির্মাণ করা হবে।’সোমবার ২৯ জুন দুপুরে চাঁদপুর রেলওয়ে সীমানা পরিদর্শক কালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ চাঁদপুর বড়স্টেশন মোলহেডে রেলের কাজ চলমান রয়েছে। অনেকেই বলছে বড়স্টেশন মোলহেডে রেললাইন নির্মাণ করা হলে টিকবে না, কথাটি সঠিক নয়। আমাদের রেলেও ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি,এখানে রেললাইন করা যাবে। আর এখানে রেলওয়ে স্টেশন হলে চাঁদপুরবাসী উপকৃত হবে। বড়স্টেশন এলাকায় রেললাইন ছিলো, থাকবে। আমি আশি করি চাঁদপুরবাসী রেলের উন্নয়ন কাজে সহযোগিতা করবে।’

রেলওয়ে চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক আরও বলেন,রেলের অনুমতি না নিয়েই চাঁদপুর জেলা প্রশাসন পর্যটন কেন্দ্রকে ঘিরে এখানে রাস্তা, গেইট নির্মাণ করেছে তা ঠিক করেনি। তারা রেলের সাথে যোগাযোগ করে করার দরকার ছিলো। আমরা এখানে নিয়মের বাইরে কিছু করতে দিবো না।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চট্টগ্রাম অঞ্চলের রেলের প্রধান প্রকৌশলী মো.সুবক্ত গীন, চীপ অপারেটিং সুপারেনট্যান্ড এএম সালাউদ্দিন,সহকারী নির্বাহী প্রকৌশলী মো.মোরসালিন রহমান,এসএস এ-ই মো.লিয়াকত আলী মজুমদার, েএস এ-ই কার্য আতিকুর রহমান আখন্দ,চাঁদপুর স্টেশন মাস্টার সোয়াইবুল শিকদার,চাঁদপুর রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার।

Loading

শেয়ার করুন: