আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে চাঁদপুর প্রেসক্লাবের আলোচনা সভা

মেঘনাবার্তা রিপোর্ট :

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসররা বাঙালির সূর্য সন্তানদের বেছে বেছে হত্যা করে। উদ্দেশ্য ছিলো বাঙালিকে মেধাশূন্য করে ফেলা। তারা তাদের পরাজয় নিশ্চিত জেনে বাংলার পবিত্র ভূখ- ছাড়ার আগ মুহূর্তে এ দেশের বুদ্ধিজীবীদের ঘর থেকে ধরে এনে নৃশংসভাবে হত্যা করে। তাই এ দিবসটি বাঙালির জন্য খুবই বেদনার।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ বিকেল সাড়ে তিনটায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মহান স্বাধীনতা যুদ্ধে চাঁদপুরের দুইজন জীবন্ত কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ এবং অজয় কুমার ভৌমিক।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলন। আলোচনা সভায় প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্য এবং সকল সাংবাদিককে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।

Loading

শেয়ার করুন: