
নিজস্ব প্রতিবেদক :
ফরিদগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. মাহিদ হোসেন (৪) নামের এক শিশু মারা গেছে। মাহিদ হাজীগঞ্জ উপজেলাধীন আলীগঞ্জ গ্রামের মাওলানা মো. শুভ হোসেন’র ছেলে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ফরিদগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কাছিয়াড়া গ্রামের মেহের আলী পাটওয়ারী বাড়ীতে এ ঘটনা ঘটে।
শিশু মাহিদ’র মামা নাদির শাহ পাটওয়ারী জানান, ৫ দিন পূর্বে তার মায়ের সাথে বেড়াতে আসে মাহিদ। ঘটনারদিন দুপুরে সকলের অগোচরে হঠাৎ পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষনপর তাকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুজি শুরু করি। এক পর্যায়ে ঘরের পাশে পুকুর থেকে তাকে উদ্ধার করি আমরা। জীবিত আছে মনে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদরের সন্তানের মৃত্যুর খবরে মা নাফিসা আক্তারসহ পরিবারের সদস্যরা পাগল প্রায়। শিশুটিকে তার নিজ গ্রামের বাড়ি হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জে নিয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।