এক কন্যা সন্তানের জন্ম হলো যাত্রীবাহী লঞ্চে

 

 

নিজস্ব প্রতিবেদক ॥

চাঁদপুরে এম.ভি.ময়ূর-১০ নামের যাত্রীবাহী লঞ্চে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন এক নারী। এই খবর লঞ্চে ছড়িয়ে যাওয়ার পর পুরো লঞ্চে একটি আনন্দ’ঘন পরিবেশ সৃষ্টি হয়। খুশিতে পরিবারের জন্য লঞ্চ ভাড়া ফ্রি করে দিলো কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাত সোয়া ১২ টায় লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চঘাট ছেড়ে যায়। ময়ূর লঞ্চের সুপারভাইজার আবু সাঈদ জানান, ঢাকায় বড় একটি হসপিটালে স্ত্রীকে চিকিৎসা দেয়ার জন্য ২০৮ নাম্বার কেবিনটি ভাড়া নেন দম্পতি।

লঞ্চটি কিছুদূর যেতেই রাত ১ টা ৩৫ মিনিটে একটি কেবিন থেকে চিৎকারের আওয়াজ শুনা যায়। কেবিন বয় কেবিনে গিয়ে দেখে এক নারী প্রসব ব্যথায় চিৎকার করছে তার স্বামী পাশে আছে। কেবিন বয় গিয়ে লঞ্চ কর্তৃপক্ষকে জানালে সবাই মিলে খুঁজে একজন অভিজ্ঞ মহিলাকে বের করে যে এই কাজে পূর্ণ অভিজ্ঞতা আছে। প্রায় ২০ মিনিট চেষ্টার পর রাত ১টা ৫৫ মিনিটে একটি ফুটফুটে কন্যা সন্তান ওই নারী জন্ম দেন।

এই খবর লঞ্চে ছড়িয়ে যাওয়ার পর পুরো লঞ্চে একটি আনন্দ’ঘন পরিবেশ সৃষ্টি হয়। তিনি আরও জানান, বিষয়টি ওই নারীর স্বামীর কাছ থেকে জানতে চাইলে স্বামী বলে চাঁদপুর ফরিদগঞ্জ থেকে ঢাকার এক বড় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ময়ূর-১০ লঞ্চে উঠেন তারা। এখন তো লঞ্চেই আল্লাহর রহমতে সব হয়ে গেলো আলহামদুলিল্লাহ।

পুরো লঞ্চের মানুষ এই বাচ্চাকে দেখার জন্য হিড়িক পড়ে যায়। পরে লঞ্চ কর্তৃপক্ষ সবাইকে মিষ্টি খাওয়ানোর পাশাপাশি লঞ্চ কর্তৃপক্ষ এটাও বলেন, আজ থেকে এই পরিবার যতদিন লঞ্চে যাতায়াত করবেন তাদের লঞ্চ ভাড়া ফ্রি। তবে খুশিতে তাদের নাম ঠিকানা রাখা হয় নি। তাদের বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় এতটুকুই জানা গেছে। পরে ঢাকা সদর ঘাটে তাদেরকে নামিয়ে দেয়া হয়েছে। তারা জানিয়েছেন আত্মীয়ের বাসায় থেকে ভাল একজন চিকিৎসককে দেখিয়ে পুনরায় চাঁদপুর নিজেদের বাড়িতে চলে আসবেন।

Loading

শেয়ার করুন: