
চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে আত-তাকওয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও দারুচ্ছুন্নাত আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার এতিমখানায় অধ্যায়নরত এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে এতিমদের মাঝে এসব কম্বল তুলে দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক আল- ইমরান শোভন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সহ সভাপতি শাহাদত হোসেন সান্ত,রিয়াদ ফেরদৌস , যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম রোকন ও প্রচার ও দপ্তর সম্পাদক এ কে আজাদ।
কম্বল বিতরণে শেষে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ বলেন, হঠাৎ করে চাঁদপুরে তীব্র শীত জেঁকে বসেছে। এতে সাধারণ মানুষসহ খেটে খাওয়া মানুষ কাবু হয়ে পড়েছে। এ শীতের তীব্রতা অনুভব করে চাঁদপুর প্রেসক্লাবের অর্থ থেকে জীর্ণশীর্ণ মাদ্রাস ও এতিমখানার এতিমদের মাঝে কম্বল প্রদান করেছি। পরবর্তীতে বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা কম্বর বিতরণ করবো। এ কম্বল বিতরণ অবাহত থাকবে।