এতিমরা পেল এক হাজার কেজি জাটকা

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুরের হাইমচরে ১০০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (২২ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২২ জানুয়ারি বেলায় ১১টায় চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবি এলাকায় বিশেষ অভিযান করে মাছের এক মাছের আড়ৎ হতে ১০০০ কেজি জাটকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জাটকা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।

Loading

শেয়ার করুন: