
নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুর বাবুরহাট সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি । ১০ এপ্রিল সোমবার চাঁদপুর সরকারি শিশু পরিবার কেন্দ্রে এই ইফতারের আয়োজন করেন চাঁদপুর জেলা ছাত্রলীগ।
এ সময় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেন, ইফতারের সময় আমাদের দোয়া কবুল হয় আল্লাহপাক গুনাহ মাফ করে দেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ সব সময় মানুষের জন্য কাজ করে। আপনারা দেখেছেন করোনা অতিমারীর সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে অনেক পরিশ্রম করেছে ঘরে ঘরে সহযোগিতা পৌঁছে দিয়েছে। তাদের ভালো কাজ সব সময় অব্যাহত থাকবে। তাদের প্রতি দোয়া ভালোবাসা শুভকামনা রইল।
তিনি সরকারি শিশু পরিবারের শিশুদের উদ্দেশ্যে বলেন, এ প্রতিষ্ঠানের শিশুরা অনেক কিছুই শিখছে। তারা নিজেদের জীবনকে সুন্দর করবে স্বাবলম্বী হয়ে নিজেদের পায়ে দাঁড়াবে। দেশকে এগিয়ে নিতে সুনাগরিক হবে। সুবিধাবঞ্চিত শিশুরা যেন ভালো থাকতে পারে তাদের জীবন যেন সুন্দর হয় মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য কাজ করছে।
এতে অংশ নেন চাঁদপুর বাবুরহাট সরকারি শিশু পরিবারের ৮৮ জন এতিম শিক্ষার্থী , চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজতশুভ্র,সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খান, চাঁদপুর সরকারি শিশু পরিবার কেন্দ্র তত্ত্বাবধায়ক আলপনা চাকমা,জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাহিদা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি জহির হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অন্যান্যরা ।