এরশাদের জন্মদিনে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির কেক কাটা

স্টাফ রিপোর্টার:

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারনম্যান,সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম আলহাজ হুসেইন মুহাম্মদ এরশাদের ৯২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বিপনীবাগ সিরু মিজির অফিসে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজি।

তিনি তার বক্তব্যে বলেন, ১৯৩০ সালের ২০ মার্চের এই দিনে জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জন্ম নিয়েছেন। পল্লীবন্ধু এরশাদের স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ নেতৃত্বে জাতীয় পার্টি কে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এদেশের জনগণ। পল্লীবন্ধু এরশাদ এদেশের জনগনের ও দেশের উন্নয়নে দিবারাত্রি ৬৮ হাজার গ্রাম চষে বেড়িয়েছিলেন, হাটু পরিমান পানি দিয়ে বন্যায় সাধারণ জনগনের সাথে মিশে গিয়ে তাদের দুঃখের অংশিদার হয়েছেন। আজো এরশাদ দেশের মানুষ মনের গভীরে রয়েছেন।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক অ্যাড. জিশান আহাম্মেদ রিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাড. মোহাম্মদ মহসীন খান, দেলোয়ার হোসেন খান, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খান, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেম দর্জি, জেলা মহিলা পার্টির সদস্য সচিব ফারিয়া চৌধুরী সেলিনা, জেলা ছাত্র সমাজের সাবেক সদস্য সচিব ওমর ফারুক অভি, যুব সংহতি নেতা মো. জামাল পাটওয়ারী,জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য রাজীব কুমার দাস, রিফাত শেখ, মো. সলেমান, মো. হারুন, সলেমান গাজী, মনির হাওলাদার, সেলিম বেপারী, পৌর ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মো. নূরুজ্জামান কালু, প্রচার সম্পাদক বিটু ছৈয়াল, যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ ঢালি, সদস্য সেলিম, ইদ্রিস গাজী, ইয়াছিন গাজী, শাহালম, মাসুদ মিয়া, মোহাম্মদ আলী সর্দার, জসিম বকাউল, মামুন গাজীসহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে মরহুম আলহাজ হুসেইন মুহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত করেন বিপনীবাগ তাকওয়া মসজিদের ইমাম মো. আরিফুর রহমান।

Loading

শেয়ার করুন: