‘ঐতিহাসিক ৭ই মার্চ ‘ দিবসে চাঁদপুরে দিনব্যাপী কর্মসূচি

: ‘ঐতিহাসিক ৭ই মার্চ ‘ দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে।‘ঐতিহাসিক ৭ই মার্চ ‘ দিবসে কর্মসূচিগুলো হলো: ৭ মার্চ সকাল ১০ টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী, সকাল ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ৭ই মার্চের ভাষনের উপর আলোচনা সভা, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী ও জেলা শিশু একাডেমিতে ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ দিবস এর বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা (৭ই মার্চের ভাষন, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য ও সংগীত)।

এছাড়াও একইদিনে সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, রাত ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত একই স্থানে স্বরলিপি নাট্যগোষ্ঠীর বাস্তবায়নে নাটক “ধানমন্ডি ৩২” মঞ্চস্থ ও রাত ৯ থেকে রাত ১০টা পর্যন্ত একই স্থানে জেলা তথ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট কমিটির বাস্তবায়নে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।

চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী ৭ মার্চ ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ দিবস যথাযথভাবে পালনের জন্যে সকলকে আহবান জানানো হয়।

Loading

শেয়ার করুন: