কচুয়ায় দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই

কচুয়া প্রতিনিধি ॥

কচুয়া উপজেলার নাহারা গ্রামের আবুল মার্কেটে এক ব্যবসায়ীর দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার মধ্য রাতে নাহারা আবুল মার্কেটের সুমন মিয়ার ফারুক ভ্যারাইটিজ ষ্টোরে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। এতে তার দোকানের তিনটি ফ্রিজ, নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। খবর পেয়ে রবিবার সকালে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে দোকান মালিক সুমন মিয়া তার দোকানের মালামাল ও পুঁজি হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। স্থানীয়রা ঘটনার সাথে জড়িত দুষ্কৃতিকারিদের খুজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

Loading

শেয়ার করুন: