কচুয়ায় বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত

মোঃ আলমগীর তালুকদার:

চাঁদপুরের কচুয়ায় বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক প্রয়াত নুরুল আজাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার কচুয়ায় মরহুমের প্রতিষ্ঠিত নুরুল আজাদ কলেজ প্রাঙ্গনে নুরুল আজাদ কলেজ, তাঁর প্রতিষ্ঠিত মনপুরা জাফরআলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে ব্যাপক কর্মসূচীর মধ্যদিয়ে তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সকালে মরহুমের কবর জিয়ারত, কুরআনে খতম, মিলাদ, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রয়াত নুরুল আজাদের মৃত্যু বার্ষিকী পালিত হয়। নুরুল আজাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে মরহুমের কর্মময় জীবনের উপর স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, প্রধান অতিথি কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।

কলেজের শিক্ষক কামরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, মরহুমের জৈষ্ঠ সন্তান সিডনী শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ রুবেল, কনিষ্ঠ সন্তান কাইয়ুম আজাদ, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আঃ হালিম মাষ্টার, কচুয়া সরাকরি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হেনা মোস্তফা ইকবাল, অস্ট্রেলিয়া শাখা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিঃ ইব্রাহীম খলিল বাদল, সমাজসেবক হান্নান মজুমদার, দোলেয়ার হোসেন, আবু হানিফ, জহিরুল ইসলাম প্রমূখ।

Loading

শেয়ার করুন: