
কচুয়া প্রতিনিধি ॥
কচুয়া উপজেলার সফিবাদ দরবার শরীফের মাহফিলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১২ ডিসেম্বর সোমবার সফিবাদ জামেয়া আহমাদিয়া মাদ্রাসা মাঠে বাদ জোহর হতে মধ্যরাত ব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল সম্পূর্ন ও শান্তিপূর্ন পালনের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বানিয়াপাড়া দরবার শরীফের পীর আল্লামা মুহাম্মদ আবু বকর সিদ্দীক আল কাশেমীর সভাপতিত্বে ও সফিবাদ জামেয়া আহমাদিয়া মাদ্রাসার মুদির মাওলানা জিসান শরীফের পরিচালনায় প্রধান মেহমান হিসেবে বয়ান রাখবেন,শাজুলিয়া দরবার শরীফের পীর আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলী।
প্রধান আলোচক হিসেবে দ্বীন ও ইসলাম সম্পর্কে বয়ান রাখবেন, ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনর ড.আল্লামা মুফতি মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী।
মাহফিলে তালিম প্রদান করবেন সফিবাদ দরবার শরীফের পরিচালক মুফতী মুহাম্মদ সোলায়মান বিন কাসেম।
এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন,ফরিদপুর দারুল উলুম নিজামিয়া মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল্লাহ আল হাসান ও সিংগুলা দরবার শরীফের সাহেবজাদা পীরজাদা হাফেজ মাওলানা নাছির উদ্দিন প্রমুখ।
এদিকে মাহফিলকে সুন্দর ও সফল করতে দলে দলে যোগদান করার আহ্বাবন জানান মাহফিল কমিটির নেতৃবৃন্দ।